Mahakumbh Transport (Photo Credit: X@airnews_kolkata)

প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে , বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ। কাতারে কাতারে ভক্ত, সন্ন্যাসী, বিদেশি পর্যটকরা ভিড় জমিয়েছেন মহা কুম্ভমেলায়। লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটকের প্রয়োজন মেটাতে এবার প্রয়াগরাজ মহাকুম্ভে ভক্তদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার জন্য, এখন থেকে শাটল বাসের পাশাপাশি ই-রিকশা এবং অটোরিকশাও সঙ্গমে নির্বিঘ্নে যাত্রীদের পৌছে দেবার সুযোগ পাবে।

প্রয়াগরাজের পুলিশ কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা শাসক জানিয়েছেন এখন থেকে শহরের সমস্ত অফিস খোলা থাকবে। যানজট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।আগামীকাল এবং সপ্তাহান্তে বিপুল সংখ্যক ভক্ত সমাগমের কথা বিবেচনা করে প্রশাসন একটি বিশেষ পরিকল্পনাও তৈরি করেছে।

উল্লেখ্য, জানুয়ারি মাসের ২৯ তারিখে দ্বিতীয় শাহী স্নানের সময় পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছিলেন। সেই দুর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। গতকাল ছিল মাঘী পূর্ণিমা, তারই প্রস্তুতিতে সোমবার রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ ও পৌর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং মাঘী পূর্ণিমার স্নানের প্রস্তুতি খতিয়ে দেখেন।

এই মেলাকে নির্বিঘ্ন ও সুরক্ষিত রাখতে একাধিক ব্যব্স্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে কারণে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে ৭০টি জেলার প্রায় ৩০ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। মেলা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সাত-স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। কোটি কোটি ভক্তের গতিবিধি রাখতে পুলিশ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছে। ২৭০০ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা বসানো হয়েছে।