![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/08/88.jpg?width=380&height=214)
নদিয়ায় (Nadia) দাম্পত্য কলহের জেরে খুন হতে হল এক ব্যক্তিকে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়ায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত এখনও পলাতক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জানা যাচ্ছে, মৃত ব্যক্তির স্ত্রী তাঁর প্রথম পক্ষের স্বামীকে ডেকে এনে খুন করে। কার্যত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে ওই ব্যক্তিকে। তারপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। যদিও এই ঘটনায় মৃতের স্ত্রীকে এখনও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ধারালো অস্ত্র দিয়ে মানবেন্দ্রর ওপর হামলা
পুলিশসূত্রে খবর, বছর কয়েক আগে ধুবুলিয়ার নারকেল বাগান এলাকার বাসিন্দা বছর ৩৫-এর মানবেন্দ্র দাস ওরফে ভোলার সঙ্গে পম্পা দাস নামে এক মহিলার বিয়ে হয়। ওই মহিলার আবার আগের পক্ষের স্বামী ছিল। বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে ভোলা। তখন ওই মহিলা চঞ্চল রায় অর্থাৎ তাঁর প্রথম পক্ষের স্বামীকে ফোন করে ডাকে। ঘটনাস্থলে চঞ্চল ধারালো অস্ত্র নিয়ে আসে এবং ভোলার ওপর চড়াও হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু
এরপর ধারালো অস্ত্র দিয়ে ভোলার শরীরে একাধিকবার কোপ মারে চঞ্চল। আর এই চিৎকারে প্রতিবেশীরাও জড়ো হয় বাড়ির সামনে। বিপদ বুঝে অভিযুক্ত ওই অবস্থায় বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তখন গুরুতর আহত অবস্থায় ভোলাকে উদ্ধার করে ধুবুলিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে রানাঘাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মাঝরাস্তায় তাঁর মৃত্যু ঘটে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।