(Photo Credits: File Image)

মুম্বই, ২ অক্টোবর: দেশে ফোর্ডের (Ford) ব্যবসা অধিগ্রহণ করল মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। গত মঙ্গলবার ওই যৌথ সংস্থা তৈরির কথা ঘোষণা করেছে উভয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা। এদিন মুম্বই স্টক এক্সচেঞ্জে (Mumbai stock Exchange) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে মাহিন্দ্রা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ফোর্ড মোটর কোম্পানির সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। যার মাধ্যমে ফোর্ড মোটরের শাখা সংস্থা আর্ডর অটোমোটিভ প্রাইভেট লিমিটেডের ৫১ শতাংশ অংশিদারিত্ব ৬৫৭ কোটি টাকায় কিনে নেবে মাহিন্দ্রা। উল্লেখ্য, আর্ডর অটোমোটিভ সংস্থাটি ফোর্ড ইন্ডিয়ার মালিক সংস্থা।

ভারতে ১৯৯৫ সাল থেকে গাড়ির ব্যবসা করছে ফোর্ড ইন্ডিয়া। এই চুক্তির ফলে, নতুন যৌথ উদ্যোগটির মাধ্যমে অন্য উন্নয়নশীল দেশেও ফোর্ড ও মাহিন্দ্রা দুই ব্র্যান্ডের গাড়ি বিক্রি করা হবে। নতুন যৌথ সংস্থাটির ব্যবসা বাড়ানোর জন্য আরও ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করবে মাহিন্দ্রা। চুক্তি অনুযায়ী, যৌথ সংস্থায় আর্ডরের বাকি ৪৯ শতাংশ অংশীদারিত্ব থাকবে ফোর্ড বা তার অন্য কোনও শাখা সংস্থার হাতে। ২০২০ সালের মাঝামাঝি এই লেনদেন প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) বলেন এই প্রসঙ্গে বলেন, ‘মাহিন্দ্রার উন্নত ইঞ্জিনিয়ারিং ও সফল পরিচালন ব্যবস্থার সঙ্গে ফোর্ডের প্রযুক্তিগত দক্ষতা এবং আন্তর্জাতিক ব্যপ্তি আমাদের সাফল্যের চাবিকাঠি।’ ফোর্ড মোটর কোম্পানির এগজিকিউটিভ চেয়ারম্যান বিল (Bill Ford) ফোর্ড বলেন, ‘আমরা আমাদের কর্মী, ডিলার সংস্থাগুলির প্রতি দায়বদ্ধ। মাহিন্দ্রার সঙ্গে এই চুক্তি ভারতের মতো গুরুত্বপূর্ণ বাজারে আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে আমাদের গাড়ি বিক্রির পক্ষে সহায়ক হবে।’আরও পড়ুন- Electric Buses In India: আগামী দু বছরে দেশের প্রতিটি বাস হবে ইলেকট্রিক, মন্তব্য নীতিন গড়করি-র

ভারতে চেন্নাই ও সানন্দে ফোর্ড ইন্ডিয়ার গাড়ি তৈরির দুটি কারখানা রয়েছে। সেখানকার কর্মীদেরও যৌথ সংস্থার অধীনে আনা হবে। তবে, গুজরাটের সানন্দ-এ ইঞ্জিন তৈরির কারখানা নিজেদের হাতেই রাখবে মার্কিন সংস্থাটি। যৌথ সংস্থা ফোর্ড ব্র্যান্ডে তিনটি নতুন ইউটিলিটি ভেহিকল আনতে পারে। মাঝারি মাপের স্পোর্টস ইউটিলিটি ভেহিকল দিয়ে এই যাত্রা শুরু হবে বলে আশা করা হচ্ছে। মাহিন্দ্রার প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি এই গাড়িতে ভারতীয় সংস্থাটির ইঞ্জিন থাকবে।