Jyotipriya Mallick (Photo Credits: X)

কলকাতা:  বহু কোটি টাকার রেশন বন্টন মামলায় বর্তমানে জেলবন্দি রয়েছেন পশ্চিমবঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এখনও পর্যন্ত তাঁর মন্ত্রীত্ব পদ খারিজ করেনি তৃণমূল কংগ্রেস। এতকিছুর পরেও স্বপদে বহাল রয়েছেন তিনি।

বুধাবর পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে ২৫ মিনিট বৈঠকের মধ্যে এই বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বিকল্প খোঁজার বিষয়ে কোনও কথা হয়নি । শুধু আলোচনা হয়েছে আপাতত বন প্রতিমন্ত্রী বীরবাহ হাঁসদা বর্তমানে বন দফতরের কার্যাবলী দেখবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন: Kunal Ghosh: কলকাতার মিটিং থেকে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল নেতা কুণাল ঘোষের