রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইউক্রেন। এই প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Ukrainian president Volodymyr Zelenskyy) বলেছেন, “ যারা দেশের জন্য লড়তে চান, তাঁদের সবার হাতে অস্ত্র তুলে দেব। ইউক্রেনের সমর্থনে শহরের স্কয়্যারে জড়ো হোন।” সংবাদ সংস্থা এএফপি সূত্রের খবর, এখনও পর্যন্ত রাশিয়ার হামলায় ১০ জন সাধারণ ইউক্রেনিয়ানের মৃত্যু হয়েছে। একই সঙ্গে প্রাণ হারিয়েছেন ৪০-এরও বেশি ইউক্রেনিয়ান সেনা।
পড়ুন টুইট
More than 40 Ukraine soldiers, around 10 civilians killed - AFP News Agency quotes Ukrainian president Volodymyr Zelenskyy#RussiaUkraineCrisis pic.twitter.com/0FKVprKpI9
— ANI (@ANI) February 24, 2022
"We will give weapons to anyone who wants to defend the country. Be ready to support Ukraine in the squares of our cities," says President of Ukraine Volodymyr Zelenskyy#RussiaUkraineCrisis pic.twitter.com/KKeINY8eGn
— ANI (@ANI) February 24, 2022
Ukraine breaks diplomatic ties with Russia, AFP News Agency quotes Ukrainian president Volodymyr Zelenskyy#RussiaUkraineCrisis pic.twitter.com/9fMTmpMcud
— ANI (@ANI) February 24, 2022