Mahatma Gandhi (Photo Credits: Getty Images)

লন্ডন, ২ অগাস্ট: কৃষ্ণাঙ্গ, এশীয় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের অবদানকে স্বীকৃতি দিতে মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) স্মরণে একটি স্মারক মুদ্রার (Coin) প্রচলন করার কথা বিবেচনা করছে ব্রিটেন। ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak) এই সম্প্রদায়ের ব্যক্তিদের স্বীকৃতি জানাতে একটি চিঠিতে রয়্যাল মিন্ট অ্যাডভাইজরি কমিটি (Royal Mint Advisory Committee) কে অনুরোধ করেছেন। শনিবার গভীর রাতে ইমেল মারফৎ এমনটাই জানিয়েছে ব্রিটেনের ট্রেজারি। ট্রেজারি বলেছে, "আরএমএসি বর্তমানে মহাত্মা গান্ধির স্মরণে একটি মুদ্রা প্রচলন বিবেচনা করছে।"

মহাত্মা গান্ধি সারা জীবন অহিংসার পক্ষে ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। মহাত্মা গান্ধির অহিংসার বার্তাকে মাথায় রেখে প্রতি বছর ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়। ভারতের স্বাধীনতার কয়েকমাস পরেই তাঁকে হত্যা করা হয়। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি তিনি আততায়ীর হাতে মারা যান। আরও পড়ুন: Nepal To Send New Map To India: দেশের সংশোধিত ম্যাপ ভারত ও রাষ্ট্রসংঘে পাঠাবে নেপাল

গত মে মাসে অ্যামেরিকায় মিনিয়াপোলিসে পুলিশ হেপাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর শুরু হওয়া আন্দোলনের কারণে বিশ্বের অনেক অঞ্চলেই এখন ইতিহাস, ঔপনিবেশিকতা ও বর্ণবাদ সংক্রান্ত নানান বিষয় নিয়ে পুনর্মূল্যায়ন চলছে। সেই ধারাবাহিকতায় ব্রিটেনের কয়েকটি প্রতিষ্ঠানও তাদের অতীত পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। ব্রিটেনের অনেক প্রতিষ্ঠান এখন কৃষ্ণাঙ্গ, এশীয় ও সংখ্যালঘু অন্যান্য জাতিগোষ্ঠীর (বিএএমই) সহায়তায় এবং বর্ণবৈচিত্রের সমর্থনে নানান পদক্ষেপ নিচ্ছে। আরএমএসি-কে লেখা চিঠিতে সুনাক বলেছেন, বিএএমই সম্প্রদায়গুলির সদস্যরা যে অনবদ্য অবদান রেখেছেন ব্রিটেনের মুদ্রাগুলিতে তার স্বীকৃতি থাকা উচিত। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত স্বতন্ত্র কমিটি আরএএমসি মূলত যুক্তরাজ্যের মুদ্রাগুলোর বিষয়বস্তু ও নকশা নিয়ে অর্থমন্ত্রীকে পরামর্শ দেয়।