Taliban: রাষ্ট্রসংঘে কর্মরত কর্মীদের মারধর তালিবানের, পরিস্থিতি দুর্বিসহ আফগানিস্তানে
তালিবানের দখলদারি, ছবি আল জাজিরা

কাবুল, ২৬ অগাস্ট: আফগানিস্তানে (Afghanistan) তালিবান (Taliban) ক্ষমতা দখলের পর থেকে ক্রমশ খারাপ হচ্ছে সে দেশের অবস্থা। আফগানিস্তান থেকে রাষ্ট্রপতি আশরফ গনি পালানোর পর থেকে, তালিবান কাবুল দখল করে গোটা দেশে রাজত্ব শুরু করেছে। এসবের মধ্যে আফগানিস্তানে রাষ্ট্রসংঘের (UN) কর্মীদের অবস্থা দুর্বিসহ। সম্প্রতি এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসায় জোর শোরগোল শুরু হয়েছে।

জানা যাচ্ছে, সম্প্রতি রাষ্ট্রসংঘের এক কর্মীকে মারধর করে তালিবান। শুধু তাই নয়, আফগানিস্তানের প্রত্যেকটি বাড়িতে গিয়ে খোঁজ করা হচ্ছে, সেখানে রাষ্ট্রসংঘে কর্মরত কেউ রয়েছেন কি না। রাষ্ট্রসংঘে কর্মরত কোনও ব্যক্তির খোঁজ পেলে, তাঁকে যেমন মানসিকভাবে বিপর্যস্ত করা হচ্ছে, তেমনি শারীরিকভাবেও করা হচ্ছে হেনস্থা। পাশাপাশি আফগানিস্তানে রাষ্ট্রসংঘের যেকটি অফিস রয়েছে, সেখানে প্রবেশ করে, লুঠপাটও চালানো হচ্ছে বলে খবর।

আরও পড়ুন: Afghanistan Crisis: কাবুল বিমানবন্দরের কাছে আসবেন না মার্কিন নাগরিকরা, সতর্কতা আমেরিকার

তালিবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে একের পর এক ঘটনা প্রকাশ্যে আসছে। কখনও মানবাধিকার ভঙের অভিযোগ উঠছে, আবার কখনও রাষ্ট্রসংঘের কর্মীদের উপর মারধরের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে।