
ভরা বাজারে এক ব্যবসায়ীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালো এক যুবক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে জয়পুরের হিজলডিহা বাজারে। জানা যাচ্ছে, হামলাকারী যুবক আচমকাই এদিন ওই ব্যক্তির ওপর কাটারি দিয়ে এলোপাথারি কোপ মারে। ঘটনাটি দেখে ভয়ে অনেকেই ওই যুবককে আটকাতে পর্যন্ত যায়নি। এমনকী বাজারের পাশেই একটি স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছিল। আর সেই কারণে মোতায়েন ছিলেন পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ার। তাঁরাও নীবর দর্শকের ভূমিকা পালন করছিলেন। শেষমেশ স্থানীয় থানা থেকে পুলিশ এসে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সেই সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্যবসায়ীর ওপর প্রাণঘাতী হামলা
পুলিশসূত্রে খবর, এদিন নিজের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন দেবাশিষ ঘোষ। পেশায় তিনি একজন বাইক মেকানিক। তাঁর দোকানের সামনে ঘোরাঘুরি করছিলেন বনমালি মাঝি। এলাকারই বাসিন্দা বলে কেউ তাঁকে সন্দেহ করেননি। এরমধ্যেই আচমকা কাটারি দিয়ে দেবাশিষের ওপর হামলা চালায় বনমালি। একের পর এক কোপ মারতে থাকে তাঁর শরীরে। যার ফলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। পাশেই ছিল হিজলডিহা কামিনী বিদ্যালয়। সেখানে ছিলেন একাধিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। তাঁরা দেখেও ওই যুবককে আটকাতে যায়নি বলে অভিযোগ স্থানীয়দের।
গ্রেফতার অভিযুক্ত
এরমধ্যেই স্থানীয় থানায় খবর যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত যুবক রক্তাক্ত কাটারি নিয়ে ঘটনাস্থলেই দাঁড়িয়েছিল। পুলিশ এসেই তাঁকে গ্রেফতার করেছে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় দেবাশিষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও কেন এই হামলা চালানো হল তা এখনও পরিস্কার নয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ধৃত যুবক মানসিক ভারসাম্যহীন।