
দিল্লি, ৫ মার্চ: ফের হামলা পাকিস্তানে (Pakistan)। এবার পাকিস্তানের (Pakistan Blast) বান্নু জেলায় হামলা চালায় তালিবান। যার জেরে ১১ জনের মৃত্যু হয় বলে খবর। মৃতদের মধ্যে ৪ শিশুও রয়েছে। আর রয়েছেন ৫ মহিলা। মৃতদের পাশাপাশি আহত হয়েছেন অনেকে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্নু জেলায় যে হামলা চলে, তার জেরে মৃত এবং আহতর সংখ্যা বাড়লেও, ৪ হামলাকারীর মৃত্যু হয়। রিপোর্টে প্রকাশ, আত্মঘাতী জঙ্গিরাই পাকিস্তানের বান্নুতে হামলা চালায়। পরপর ২টি বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে খবর।
রমজানের মাস শুরু হতেই নতুন করে আতঙ্ক ছড়াল পাকিস্তানে। রমজান শুরু হওয়ার ২ দিনের মাথায় যেভাবে বান্নু ক্যান্টনমেন্ট কেঁপে ওঠে বিস্ফোরণের জেরে, তাতে পাকিস্তানি নিরাপত্তারক্ষীদের কার্যত ঘুম উড়তে শুরু করেছে।
জইশ-উল-ফুরসান মঙ্গলবারের বিস্ফোরণের দায় স্বীকার করেছে। জয়শ-উল-ফুরসান সম্প্রতি তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে। টিটিপির সঙ্গে হাত মিলিয়েই ফুরসান নামের ওই জঙ্গি সংগঠন এই বিস্ফোরণ ঘটায় বলে জানতে পারে পুলিশ।
প্রশাসনের কথায়, মঙ্গলবার বিকেলে যে বিস্ফোরণ হয়, তার তীব্রতায় বহু বাড়ির ছাদ যেমন উড়ে যায়, তেমনি দেওয়াল খসে পড়তে শুরু করে। তারপরই একের পর এক মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।