ক্ষমতায় বসেই বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত জিনিসপত্রের উপর কী শুল্ক বসানো হবে, তা নিয়ে প্রথম দিন থেকেই একের পর এক পদক্ষেপ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মেক্সিকো, কানাডার পাশাপাশি চিনা পণ্যের উপরও দ্বিগুণ শুল্ক (Trump Tariff)  আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চিনা (China) পণ্যের উপর দ্বিগুণ শুল্ক আরোপ করায় এবার পালটা সিদ্ধান্ত নিল বেজিং। ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যেই বেজিংয়ের তরফে নয়া মন্তব্য করা হয়, তার জেরে ফের আন্তর্জাতিক বাজারে ঝড় ওঠে কি না, তা নিয়ে ধ্বন্দে কূটনৈতিক মহল। চিনের তরফে জানানো হয়, বাণিজ্য যুদ্ধ হোক কিংবা অন্য কোনও লড়াই, তারা সবকিছুর জন্য তৈরি। অর্থাৎ ট্রাম্প যেভাবে দ্বিগুন শুল্ক জারি করছেন চিনা পণ্যের উপর, তার সঙ্গে লড়াই করতে বেজিং যেমন তৈরি, তেমনি অন্য যে কোনও ধরনের যুদ্ধ আমেরিকা শুরু করলে, তার পালটা উত্তর দেবে শি জিনপিংয়ের সরকার। ট্রাম্পের আমেরিকার উদ্দেশে এবার এমনই বার্তা দিল চিন।

ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক নীতির মাঝে চিন কী জানাল দেখুন...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)