
হায়দরাবাদ, ৫ মার্চ: আত্মহত্যার চেষ্টা করলেন জনপ্রিয় গায়িকা। দক্ষিণের জনপ্রিয় গায়িকা কল্পনা (Telugu Singer Kalpana) আত্মহত্যার চেষ্টা করেন নিজের বাড়িতে। হায়দরাবাদে (Hyderabad) কল্পনা যে বাড়ি রয়েছে, সেখানেই পরপর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন কল্পনা রাঘবেন্দ্র। মঙ্গলবার বিকেলে হায়দরাবাদের বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় জনপ্রিয় এই তেলুগু গায়িকাকে। এরপর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ কল্পনাকে হাসপাতালে ভর্তি করে। নিজামপেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কল্পনাকে। সেই সঙ্গে কেপিএইচবি থানায় দায়ের করা হয় অভিযোগ।
রিপোর্টে প্রকাশ, কল্পনার স্বামী চেন্নাইতে গিয়েছেন। গত ২ দিন ধরে তিনি সেখানেই রয়েছেন। চেন্নাইতে যাওয়ার পর থেকে প্রসাদের সঙ্গে কল্পনার যোগাযোগ হয়নি। ফলে প্রসাদ হাউজিং সোসাইটির বেশ কয়েকজনকে ফোন করে কল্পনার খোঁজ নেওয়ার চেষ্টা করেন। সোসাইটির বেশ কয়েকজন কল্পনার বাড়িতে গেলে,তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় দেখা যায়। এরপর তাঁরা থানায় খবর দেন। পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় কল্পনাকে নিজামপেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
কেরল থেকে সম্প্রতি হায়দরাবাদের বাড়িতে ফেরেন কল্পনা রাঘবেন্দ্র। বাড়িতে ফেরার পর কেন কল্পনা চরম পদক্ষপে করেন, সে বিষয়ে পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে।
হাসপাতালে ভর্তি কল্পনা...
సింగర్ కల్పనకు ఆమె ఆరోగ్య పరిస్థితిపై వైద్యులు హెల్త్ బులెటిన్ విడుదల చేశారు. ‘‘సింగర్ కల్పన నిద్ర మాత్రలు మింగారు. ఆమె ఊపిరితిత్తుల్లో నీరు చేరడంతో వెంటిలేటర్పై చికిత్స అందిస్తున్నాం. కల్పనకు ఇన్ఫెక్షన్ ఉండటం వల్ల ఆక్సిజన్ అందిస్తున్నాం. ప్రస్తుతం ఆమె ఆరోగ్యం నిలకడగా ఉంది’’… pic.twitter.com/AGStnBCYPA
— ChotaNews App (@ChotaNewsApp) March 5, 2025
নিজামপেটের যে বেসরকারি হাসপাতালে কল্পনা ভর্তি, সেখানকার চিকিৎসকরা জানান, গায়িকা এখন ভাল আছেন। তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তবে বিপদ কেটে গিয়েছে বলে জানান চিকিৎসকরা।