Train Incident (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৫ মার্চ: ট্রেনের (Train) ভিতরে এক ব্যক্তিকে তাঁর আসন থেকে উঠিয়ে সপাটে চড়, থাপ্পড় মারতে শুরু করেন যুবক (Youth)। কেন তাঁকে চুম্বন করেন ওই ব্যক্তি, সেই প্রশ্ন করে ক্ষেপে যান যুবক। বিনা অনুমতিতে কেন তাঁকে চুম্বন করা হল ট্রেনের কামরায়, সেই প্রশ্ন করে চিৎকার জোড়েন সংশ্লিষ্ট যুবক। এবার ট্রেনের ভিতর থেকে এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়। যা দেখে  অবাক হয়ে ন বহু মানুষ।

ভিডিয়োতে দেখা যায়, ট্রেন সফরের সময় এক ব্যক্তি সেখানে হাজির হন এবং বিনা অনুমতিতে ওই যুবককে চুম্বন করেন। যা দেখে ট্রেনে হাজির কোনও ব্যক্তি মুখে টু শব্দ করেননি। কেউ কোনও প্রতিবাদও করেননি। যা দেখে ক্ষেপে যান ওই যুবক। কেন তাঁকে চুম্বন করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন। সেই সঙ্গে বলতে শুরু করেন, এই ঘটনা কোনও মহিলার সঙ্গে হলে, এতক্ষণে সবাই চিৎকরা করতেন। মারতেন। অথচ তিনি পুরুষ বলে, কেউ কোনও কথা বললেন না।

দেখুন বিনা অনুমতিতে চুম্বন করায় কী করলেন যুবক...

 

এরপরই চুম্বনকারীকে মারতে উদ্যত হন ওই যুবক। যা দেখে ওই ব্যক্তির স্ত্রী কান্নাকাটি শুরু করেন। 'ভাই, ছেড়ে দিন' বলে অনুনয় করেন। তবে ওই যুবককে সেসব শোনেননি। 'দিদি, আপনি সরে যান' বলে তাঁর স্বামীকে চড়, থাপ্পড় মারতে শুরু করেন। যা দেখে অন্য যাত্রীরা ওই যুবককে অনুরোধ করেন, যা হয়েছে তা যেন তিনি ক্ষমা করে দেন। ভুলে যান।

প্রসঙ্গত চুম্বন কেন করলেন, ওই যুবক সংশ্লিষ্ট যাত্রীকে এমন প্রশ্ন করলে সেই উত্তর শুনেও তিনি ক্ষেপে যান। ওই যাত্রী বলেন, ভাল লেগেছে, তাই করেছেন।