বাশার আল-আসাদ (Bashar Al-Assad) সিরিয়া (Syria) ছেড়েছেন। বাশার সিরিয়া ছাড়ার পর এবার হামলা শুরু করল ইজরায়েল (Israel)। রিপোর্টে প্রকাশ, সিরিয়ায় একটানা হামলা শুরু করেছে ইজরায়েল। সিরিয়ার সংবাদমাধ্যমের দাবি, বাশার দেশ ছাড়ার পর দামাস্কাস-সহ সংলগ্ন এলাকায় চক্কর কাটছে ইজরায়েলের যুদ্ধ বিমান। ইজরায়েলের যুদ্ধ বিমানগুলি সিরিয়ার আকাশে চক্কর কাটতে কাটতে দামাস্কাসে হামলা চালাচ্ছে। দামাস্কাস-সহ একাধিক এলাকায় ইজরায়েলি যুদ্ধ বিমান একের পর এক হামলা শুরু করেছে। আসাদ ক্ষমতায় থাকাকালীনও যেমন ইজরায়েল মাঝে মদ্যেই দামাস্কাসে হামলা চালাত, তেমনি বাশার সিরিয়া ছাড়ার পর থেকে এক নাগাড়ে হামলা শুরু করেছে ইজরায়েলি যুদ্ধ বিমান। শুধু তাই নয়, আসাদ সিরিয়া ছাড়ার পর, এযাবৎকালের সবচেয়ে বড় হামলা চালানো শুরু করেছে ইজরায়েল। যদিও ইজরায়েলের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
ইজরায়েলের যুদ্ধ বিমান ক্রমাগত হামলা চালাচ্ছে সিরিয়ায়...
Scenes from the #Israeli Air Strikes on the #Syrian Army warehouses, And #Chemical House surrounding the #Qudsaya suburb pic.twitter.com/not6cY1AFU
— Mahalaxmi Ramanathan (@MahalaxmiRaman) December 10, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)