Representational Image (Photo Credit: X)

নন্দীগ্রামে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। বৃহস্পতিবার সকালে সাতেঙ্গাবাড়ি এলাকায় একটি চায়ের দোকান থেকে উদ্ধার করা হল মহাদেব বিষয়ী নামে এক যুবকের রক্তাক্ত দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে তৃণমূল নেতার দেহ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে মহাদেবকে খুন করা হয়েছে। তাঁর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও কে বা কারা খুন করেছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যজিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি নাকি মহাদেবকে খুন করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

সূত্রের খবর, নন্দীগ্রামের গোকুলনগরের বাসিন্দা মহাদেব। তবে তাঁর সাতেঙ্গাবাড়ি এলাকাতে একটি চায়ের দোকান রয়েছে। এবং তিনি বৃন্দাবনচক দক্ষিণ ২৫৩ নম্বর বুথের তৃণমূল কর্মী ছিলেন। তৃণমূলের অভিযোগ, মহাদেব ওই এলাকার সক্রিয় কর্মী ছিলেন, তাঁকে বিজেপির তরফ থেকে বেশ কয়েকবার দলে টানার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে যেতে চায়নি। বুধবার ওই এলাকায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সভা ছিল। সেই সময়ই তাঁকে স্থানীয় বিজেপি নেতৃত্ব পিটিয়ে খুন করে।

যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের মতে, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুন হয়েছেন ওই তৃণমূল কর্মী। বিজেপি গোটা দেশের সরকার চালাচ্ছে। একাধিক রাজ্যে তাঁদের সরকার রয়েছে। ফলে তাঁরা খুনোখুনির রাজনীতিতে বিশ্বাসী নন।