দিল্লি, ১০ ডিসেম্বর: সিরিয়ায় (Syria) ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় (Russia) গিয়ে আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ (Bashar Al-Assad)। সিরিয়া থেকে পালিয়ে মস্কোয় যাওয়ার পর আসাদের আগমণের কথা স্বীকার করা হয় ক্রেমলিনের তরফে। এমনকী মানবিকতার খাতিরে আসাদকে রাজনৈতিক আশ্রয়ও দেওয়া হয়েছে বলে জানায় মস্কো। যা নিয়ে ফের জল্পনা শুরু হয়। আসাদের সঙ্গে পুতিন (Vladimir Putin) এবার সাক্ষাৎ করবেন কি না, সে বিষয়ে। যা নিয়ে এবার মুখ খোলা হল ক্রেমলিনের তরফে। রাশিয়ার তরফে জানানো হয়, ভ্লাদিমির পুতিনের কোনও ধরনের পরিকল্পনা নেই আসাদের সঙ্গে সাক্ষাতের। অর্থাৎ সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে এই মুহূর্তে পুতিন সাক্ষাৎ করবেন না বলে জানানো হয় মস্কোর তরফে। অর্থাৎ বাশার আল-আসাদ স্বপরিবারে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। ফলে তাঁর সঙ্গে রুশ প্রেসিডেন্ট এই মুহূর্তে কোনওভাবে সাক্ষাৎ করবেন না বলে স্পষ্ট করে দেয় ক্রেমলিন।
অন্যদিকে আসাদ সিরিয়া ছাড়তেই তাঁর প্রাসাদে প্রবেশ করে বিদ্রোহীরা। আসাদের প্রাসাদে প্রবেশের পর সেখানে লুঠতরাজ চালানো হয়। আসাদের গ্যারাজে থরে থরে যেমন বিলাসবহুল গাড়ি সাজানো দেখা যায়, তেমনি তাঁর প্রাসাদের চাকচিক্যের যে কোনও অভাবে নেই, তা স্পষ্ট হয়ে যায়।
সিরিয়ায় অর্ধেকের বেশি মানুষ যখন না খেতে পেয়ে, অন্য দেশে আশ্রয় নিচ্ছেন, সেই সময় আসাদ কীভাবে এই ধরনের বিলাসবহুল জীবনযাপন করতে পারেন, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।