Bashar Al-Assad (Photo Credit: Wikipedia)

দিল্লি, ৯ ডিসেম্বর: বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। বাশার দেশ ছেড়ে পালাতেই বিদ্রোহীরা দামাস্কাসের দখল নেয়। দামাস্কাসের দখল বিদ্রোহীরা নিতেই বাশারের প্রাসাদে যে গ্যারাজ রয়েছে, সেখানকার ভিডিয়ো উঠে আসে। বাশারের যে গাড়ি রাখার জায়গা রয়েছে, সেখানে ফেরারি থেকে রোল রয়েস, বিএমডব্লিউ, অ্যাস্টন মার্টিনসের মত মিলিয়ন ডলারের গাড়ি থরে থরে সাজানো। যেখানে সিরিয়ার বহু মানুষ খেতে না পেয়ে প্রতিদিন ভুগছেন, সেখানে বাশার আল আসাদ কীভাবে নিজের ভান্ডারে কোটি কোটি টাকা খরচ করে গাড়ির সম্ভার রাখতে শুরু করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্ব জুড়ে।

আরও পড়ুন: Sednaya Jail In Syria: সূর্যের আলো পৌঁছয় না, সিরিয়ার কুখ্যাত সৈদনায়া কারাগারে মাটির নীচে স্যাঁতসেঁতে ঘরে বন্দি ১ লক্ষ

দেখুন বাশারের প্রসাদে বিলাসবহুর গাড়ির সম্ভার...

 

বাশারের প্রাসাদ বিদ্রোহীরা দখল করতেই সেখান থেকে একের পর এক ছবি উঠে আসতে শুরু করে। বিদ্রোহীরা বাশারের প্রাসাদের ভিডিয়ো রেকর্ড করে তা প্রকাশ করতে শুরু করেন সমাজ মাধ্যমে। সেই সঙ্গে বাশারের প্রাসাদ থেকে বহুমূল্যবান জিনিসপত্র তুলে নিয়ে যেতে শুরু করে বিদ্রোহীরা।

বাশার দেশ ছাড়তেই শুরু হয় লুঠতরাজ...

 

প্রসঙ্গত বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর বঙ্গভবনে লুঠতরাজ শুরু হয়। হাাঁস, মুরগি থেকে শুরু করে শেখ হাসিনার পরনের শাড়ি, বঙ্গভবনে লুঠের সময় সব তুলে নিয়ে যায় এক শ্রেণির মানুষ। সেই ছবি এবার দেখা গেল সিরিয়াতেও। যেখানে বাশার ক্ষমতাচ্যুত হতেই, তাঁর প্রাসাদে লুঠরতরাজ শুরু হয়।