দিল্লি, ৯ ডিসেম্বর: বাশার আল-আসাদ (Bashar Al-Assad) পালিয়ে যেতেই সিরিয়ার (Syria) ভয়ঙ্কর সৈদনায়া কারাগার (Sednaya Jail) নিয়ে একাধিক খবর উঠে আসতে শুরু করেছে। সৈদনায়া কারাগারের ছোট্ট অন্ধ কুঠুরিতে বছরের পর বছর ধরে যারা বন্দি ছিল, বিদ্রোহীরা দামাস্কাসের দখল নিতেই, তাদের মুক্ত করা হয়। দামাস্কাস থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই সৈদনায়া কারাগার নিয়ে একাধিক গল্প মুখে মুখে প্রচারিত ছিল। বাশার দেশ ছেড়ে পালানোর পরপরই সৈদনায়া কারাগারের দরজা খুলে দেওয়া হয়। আর সেখান থেকে পুরুষ, মহিলা, শিশু, সব বন্দিরা একে একে বেরিয়ে আসতে শুরু করে।
দেখুন অন্ধকূপ সৈদনায়া কারাগারের করুণ দশা...
Take a look inside the cells of Sydnaya prison. pic.twitter.com/b9pERit6Z3
— Asaad Sam Hanna (@AsaadHannaa) December 9, 2024
বাশার আল-আসাদ রাশিয়ার উদ্দেশ রওনা দিতেই, সৈদনায়া কারাগারের দরজা খুলতেই ভয় পেয়ে যায় বন্দিরা। বিদ্রোহী তারির গ্রুপের তরফে তাদের আশ্বস্ত করা হয়। দেখা যায়, ভয়ানক সৈদনায়া কারাগারে এমন অনেক কুঠুরি রয়েছে, যেখানে সূর্যের আলো পৌঁছয় না। সেই সমস্ত অন্ধকূপের বাসিন্দারা ক্রমাগত মৃত্যুর দিন গুনতে গুনতে শেষ হয়ে যাচ্ছিল বলে একাধিক রিপোর্টে উঠে আসে।
জানা যায়, বাশার সিরিয়া থেকে পালানোর পর সৈদনায়া কারাগার থেকে ১ হজার বন্দিকে মুক্ত করা হয়। যে ছবি প্রকাশ্যে উঠে আসতেই, তা নিয়ে চাঞ্চল্য ছড়ায় গোটা বিশ্ব জুড়ে।