লাহোর: একের পর এক অর্থনৈতিক সমস্যায় (Economic Crisis) জর্জরিত হয়ে পাকিস্তান (Pakistan) যেন ক্রমশ ধ্বংসের দিকে হাঁটছে। একদিকে বালুচিস্তান-গিলগিটের মতো অঞ্চলে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি আকাশ ছুঁতে চাইছে অন্যদিকে পাঞ্জাব প্রদেশের (Punjab region) পেট্রল পাম্পগুলিতে (Petrol Pump) মিলছে না পেট্রল (Petrol)। এর ফলে যান চলাচলের পরিমাণ কমে প্রায় পুরোপুরি বিপর্যস্ত (disrupt) হয়ে পড়েছে ওই অঞ্চলের জনজীবন (People's life)।
পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, পাঞ্জাব প্রদেশের অনেক জায়গায় পেট্রল পাম্পগুলিতে গত একমাস ধরে পেট্রলের কোনও সরবরাহ (Supplies) হচ্ছে না। এর ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
একদিকে গ্যাসোলিনের (gasoline) সাপ্লাই থাকা সত্ত্বেও তা ঠিকভাবে গ্রাহকদের না দেওয়ার জন্য ব্যবসায়ীদের কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। অন্যদিকে পাকিস্তানের পেট্রলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশনের (Pakistan Petroleum Dealers Association) তরফে পেট্রল সরবরাহ কম থাকার জন্য সমস্ত তেল বিক্রেতা কোম্পানিকে (Oil Marketing companies) দায়ী করেছে।
তাদের অভিযোগ, চাহিদা থাকা সত্ত্বেও ঠিকঠাক সরবরাহ করতে পারছে না তেল কোম্পানিগুলি। এর ফলে পেট্রল পাম্পগুলি খালি অবস্থায় পড়ে রয়েছে। গ্রাম এলাকাগুলিতে চালকদের গ্যাস ভরে গাড়ি চালাতে বাধ্য করা হচ্ছে।
Pakistan: Pumps run out of petrol, disrupts routine life of people
Read @ANI Story | https://t.co/LgWGtsg9Fo#Pakistan #PakistanEconomicCrisis #PetrolPrice pic.twitter.com/AQwbjwvGNl
— ANI Digital (@ani_digital) February 10, 2023