ফের মিসাইল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া (North Korea)। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী (South Korea Military) জানিয়েছে, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে একটি অজ্ঞাত মিসাইল নিক্ষেপ করেছে। দিন তিনেক আগেই উত্তর কোরিয়া একটি মিসাইলের পরীক্ষা চালিয়েছিল। মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন যে এই মাসেই উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে।
AFP-র টুইট:
#UPDATE North Korea has fired an unidentified projectile into the Sea of Japan, the South Korean military's Joint Chiefs of Staff said
The latest launch comes just three days after Pyongyang last fired a missile, as warnings grow that it may conduct a nuclear test pic.twitter.com/GoZqbwCQlu
— AFP News Agency (@AFP) May 7, 2022