Gaza (Photo Credit: Twitter)

যত দিন গড়াচ্ছে, তত উত্তাপ বাড়ছে ইজরায়েল, হামাস যুদ্ধের। এবার ইজরায়েলের হামলায় নিহত আল জাজিরার এক কর্মীর পরিবারের ১৯ জন। ইজরায়েল যেভাবে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালায়, তার জেরেই আল জাজিরার কর্মী মহম্মদ আবু আল কাসমানের পরিবারের পরপর ১৯ জন সদস্যের মৃত্যু হয় বলে খবর। যা প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। সম্প্রতি আল জাজিরার এক বর্ষীয়ান সাংবাদিকের স্ত্রী, দুই সন্তান নিহত হন  ইজরায়েলের হামলায়। গাজায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এটাই তাঁদের ভবিতব্য বলে পরিবারকে শেষ বিদায় জানানোর সময় কেঁদে ফেলেন ওই সাংবাদিক। আর এবার আল জাজিরার ব্রডকাস্ট ইঞ্জিনিয়রের পরিবারের ১৯ জন সদস্য নিহত হন ইজরায়েলের বোমার ঘায়ে।

এদিকে ইজরায়েলের বিরুদ্ধে তোপ দেগে ইস্তফা দেন রাষ্ট্রসংঘের নিউ ইয়র্কের মানবাধিকার কমিশনের আধিকারিক ক্রায়িক মোখিবার। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের ওই আধিকারিক নিজের ইস্তফা পত্রে, গাজায় গণহত্যা চলছে বলে অভিযোগ করেন। গাজার সাধারণ মানুষের উপর ইজরায়েল যে নৃশংসতা শুরু করেছে, তার জন্য আমেরিকা, ব্রিটেন-সহ পশ্চিমী দেশগুলি দায়ি বলেও অভিযোগ করেন রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের ওই আধিকারিক।