প্রাক্তন মেয়র মহেশ কোঠে (ছবিঃX)

নয়াদিল্লিঃ মহাকুম্ভ(Maha Kumbh Mela 202) স্নানে গিয়ে মৃত্যু প্রাক্তন মেয়রের(Mayor)। মঙ্গলবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পূণ্য স্নানের জন্য গিয়েছিলেন সোলাপুরের(Solapur) প্রাক্তন মেয়র মহেশ কোঠে(Mahesh Kothe)। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এনসিপি নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শরদ পাওয়ার। জানা গিয়েছে, মঙ্গলবার অমৃত স্নানের জন্য ত্রিবেণী সঙ্গমে নামেন মহেশ। জলে নামতেই হার্ট অ্যাটাক হয় তাঁর। বুক চেপে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। জল থেকে উঠিয়ে তাঁকে তড়িঘড়ি মেডিক্যাক ক্যাম্পে নিয়ে আসা হয়। ততক্ষণে সংজ্ঞা হারান মহেশ। এরপর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত্যুকালে এনসিপি নেতার বয়স হয়েছিল ৬০ বছর।

পূণ্য স্নানে এসে মৃত্যু এনসিপি নেতার

প্রাক্তন মেয়রের সহকারী জানান, মকর সংক্রান্তি উপলক্ষে প্রয়াগরাজে এসেছিলেন মহেশ। মূল উদ্দেশ্য ছিল অমৃত স্নান। এদিন পূণ্য স্নানের জন্য জলেও নামেন। তবে আর সঙ্গ দেয়নি শরীর। আজ, বুধবার প্রয়াগরাজ থেকে সোলাপুরে আনা হবে শরদ পাওয়ারে শিবিরের এনসিপি নেতার দেহ। শেষকৃত্য সম্পন্ন হবে আজই। প্রসঙ্গত, মহাকুম্ভে এসে হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন একের পর এক ব্যক্তি। মঙ্গলবার পর্যন্ত প্রয়াগরাজে ১১ টি হার্ট অ্যাটাকের ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর।