Gaza (Photo Credit: Twitter)

গাজার (Gaza) আল আকসা হাসপাতালে হামলা চালাল ইজরায়েল (Israel)। আল আকসা হাসপাতালে ইজরায়েলি সেনার হামলার জেরে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে খবর। বিবিসির রিপোর্ট অনুযায়ী, আল আকসা হাসপাতালে আইডিএফের আচমকা হামলার জেরে পরপর ৭ জন সাংবাদিক আহত হন। দের-ই-বালায় অবস্থিত আব আকসা হাসপাতালে সাংবাদিকদের পাশাপাশি আর কতজন আহত হয়েছেন, সে বিষয়ে এখনও সুস্পষ্ট ধারনা মেলেনি বলে খবর।

এদিকে গাজায় ক্রমাগত হামলার জেরে এবার হেজবুল্লা জঙ্গি গোষ্ঠীর কমান্ডার নিহত বলে দাবি করা হয় আইডিএফের তরফে। হামাসের পাশাপাশি এবার হেজবুল্লা জঙ্গিদের বিরুদ্ধে ক্রমাগত হানাদারি শুরু করেছে ইজরায়েলি সেনা। তার জেরেই এবার হেজবুল্লা জঙ্গি গোষ্ঠীর কমান্ডার নিহত হয়েছে বলে খবর।

আরও পড়ুন:  Isarel-Gaza War: গাজার মহিলাদের অন্তঃর্বাস নিয়ে ইজরায়েলি সেনার খেলা? ফুটেজ প্রকাশ্যে আসতেই তোলপাড় বিশ্ব

অন্যদিকে গাজার আল শিফা হাসপাতালে হামলার জেরে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে, তা থেকে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি কতজন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে, সে বিষয়েও চলছে জোরদার খোঁজ।