Benjamin Netanyahu, Narendra Modi (Photo Credit: Instagram)

দিল্লি, ১১ এপ্রিল: চলতি বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে ভারত থেকে প্রায় ৬ হাজার মানুষ ইজরায়েলে (Israel) যাবেন। ২০২৪ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে এই ৬ হাজার কর্মী ভারত থেকে ইজরায়েলে কাজ করতে যাবেন। বুধবার এননই ঘোষণা করা ইজরায়েল সরকারের তরফে। ভর্তুকি দেওয়া চার্টার বিমানে করে এই কর্মীদের ভারত থেকে ইজরায়েলে নিয়ে যাওয়া হবে বলে বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) সরকারের তরফে জানানো হয়। 'গভর্নমেন্ট টু গভর্নমেন্ট' নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ভারত (India) এবং ইজরায়েলের মধ্যে। সেই চুক্তি অনুযায়ীই এবার ভারত থেকে ৬ হাজার শ্রমিক ইজরায়েলে কাজের সূত্রে যাবেন বলে খবর।

আরও পড়ুন: Israel-Hamas War: 'আফগানিস্তানের মত স্বাধীনতা পাবে প্যালেস্তাইন', হামাসের শীর্ষ নেতাকে ফোন তালিবান মন্ত্রীর

গত ৬ মাস ধরে ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ চলছে। যার জেরে বিদেশি মজুর বা কর্মীদের ঘাটতি দেখা দিচ্ছে সে দেশের 'কনস্ট্রাকশন ওয়ার্কের' ক্ষেত্রে। সেই কারণেই এবার জি টু জি চুক্তির মাধ্যমে ভারত থেকে ৬ হাজার শ্রমিককে ইজরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে বেল খবর।