পাকিস্তানের সাদিকাবাদে ভয়াবহ রেল দুর্ঘটনা, হু হু  করে বাড়ছে মৃতের সংখ্যা
পাকিস্তানে রেল দুর্ঘটনা(Photo Credit: Twitter)

সাদিকাবাদ, ১১ জুলাই: পাকিস্তানে ভয়াবহ রেল দুর্ঘটনা। দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১৪ জনের! বৃহস্পতিবারের মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত আহত হয়েছেন ৭৯ জন। মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষেই এই দুর্ঘটনা। একটি মালগাড়ি সরাসরি যাত্রিবাহী আকবর এক্সপ্রেসে গিয়ে ধাক্কা মারতেই বিপত্তিটি ঘটে৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সাদিকাবাদে ওয়ালহার রেলস্টেশনের কাছে৷আরও পড়ুন-ডোনাল্ড ট্রাম্পের অতিথি, আমেরিকা সফরে হোয়াইট হাউসেই থাকবেন ইমরান খান

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর,  দুর্ঘটনাগ্রস্ত আকবর এক্সপ্রেস থেকে এখনও পর্যন্ত প্রায় হাজার জনকে উদ্ধার করা হয়েছে। পাক রেল মন্ত্রক সূত্রের খবর, কোয়েট্টার দিকে যাচ্ছিল আকবর এক্সপ্রেস৷ সেই সময়েই আচমকা এই দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। দীর্ঘ প্রচেষ্টার পরে ট্রেন থেকে সব যাত্রীকেই নামিয়ে আনা গিয়েছে৷ রেললাইন থেকে বগিগুলিকে সরিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শুরু হয়েছে৷

পুলিশ সূত্রের খবর, এই উদ্ধার কাজে পাকিস্তান সেনাকে সাহায্যের জন্য ডাকতে হতে পারে৷ আশপাশের বিভিন্ন জেলা থেকে অ্যাম্বুল্যান্স নিয়ে এসে আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে৷ কাছাকাছি অবস্থিত রহিম ইয়ার খানের সদর হাসপাতালেই অধিকাংশকে ভর্তি করা হয়৷ এছাড়া কিছু আহতকে ভর্তি করা হয় সাদিকাবাদের শেখ জায়েদ হাসপাতালে৷ দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের বিশাল বাহিনী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লাইন পরিবর্তনের সিগন্যাল দেওয়া হলেও ভুল করে অন্য লাইনে ট্রেনটি চালিয়ে ফেলেন আকবর এক্সপ্রেসের চালক৷ তার ফলেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ টুইট করে মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি৷ দ্রুত চিকিৎসার নির্দেশও দিয়েছেন বলে জানিয়েছেন ইমরান খান৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাক রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদও৷ কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি৷ ঘটনাটি তদন্ত করে দেখা হবে৷ মৃতদের পরিবারকে ১৫ লক্ষ ও আহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷