দিল্লিতে ডাকাতির ঘটনায় কয়েকঘন্টার মধ্যেই ৪ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ (Delhi Police)। জানা যাচ্ছে সম্প্রতি জংপুরা এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৮ লক্ষ টাকা লুট করা হয়। সেই ডাকাতির ঘটনার তদন্তে নেমে পুলিশ এনকাউন্টার অভিযান চালায়। শুক্রবার এই অভিযানে চার মূল অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিশ। যার মধ্যে তিনজন নাবালক ছিল। অভিযুক্তরা হল তরুণ, শিবা ও বিকাশ। এছাড়া আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। যে এই চক্রের মূল পাণ্ডা ছিল। সেই অভিযুক্তের নাম নিশু ওরফে করণ। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও খুন সহ ৩২টি মামলা দায়ের হয়েছে। জানা যাচ্ছে, এই নিশুকে আটক করতে বেগ পেতে হয় পুলিশদের।

অভিযোগ, অফিসারদের উদ্দেশ্যে গুলি ছোড়ে সে। আর সেই গুলি এক পুলিশ অফিসারের গায়ে লাগে। যদিও তাঁর শরীরে বুলেটপ্রুফ জ্য়াকেট ছিল বলে সে বেঁচে যায়। পাল্টা হামলায় পুলিশের গুলি নিশুর পায়ে লাগে। তারপর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সে বিপদমুক্ত।