সন্ধ্যা থিয়েটার দুর্ঘটনা নিয়ে একাধিক ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় রটানো হচ্ছে। শনিবার এমনই গুরুতর অভিযোগ তুললেন পুষ্পা খ্যাত সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun)। এদিন একটি সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, "সন্ধ্যা থিয়েটারে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরিবারের প্রতি আমার অনেক সমবেদনা রইল। কিন্তু এটা নিছকই একটা দুর্ঘটনা। এটা ছাড়া অন্য কিছু নয়। মৃত মহিলার যে সন্তান তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে সবসময় আপডেট নেওয়া হচ্ছে। তবে আমি যে কারণে সাংবাদিক সন্মেলন করা হচ্ছে, সেটা হল সন্ধ্যা থিয়েটারে দুর্ঘটনা নিয়ে একাধিক ভুল তথ্য, ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। যার জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ফলে সকলকে অনুরোধ এই নিয়ে কোনও ভুয়ো খবর ছড়ানো হবে না"।
প্রসঙ্গত, চলতি মাসের ৫ তারিখ মুক্তি পেয়েছিল পুষ্পা ২: দ্য রুল ছবিটি মুক্তি পায়। আর তার আগের দিন অর্থাৎ ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে এই ছবির প্রিমিয়ার হয়। যেখানে আচমকাই হাজির হয়েছিল সুপারস্টার আল্লু অর্জুন। আর তাঁকে দেখতে ভক্তদের ভিড় হয় চোখে পড়ার মতো। ফলে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় চুড়ান্ত বিশৃঙ্খলা হয় গোটা এলাকায়। আর এই বিশৃঙ্খলার কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। এবং তাঁর ছেলে গুরুতর জখম হয়। আর এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি আল্লু অর্জুনকে গ্রেফতারও করেছিল হায়দরাবাদ পুলিশ। পরে অবশ্য জামিনে ছাড়া পান তিনি।
#WATCH | Hyderabad, Telangana: On December 4th Sandhya Theatre incident, Actor Allu Arjun says, "It is a very unfortunate incident. It is completely an accident. My condolences to the family. I am taking updates every hour about the condition of the child (hospitalised). His… pic.twitter.com/49EFiej9Iw
— ANI (@ANI) December 21, 2024