বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে একেবারে বিস্ফোরক ইনিংস খেললেন বাংলার তারকা উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল (Abishek Porel)। শনিবার দিল্লির বিরুদ্ধে ২৭২ রান তাড়া করতে নেমে ওপেনার অভিষেক ১৩০ বলে অপরাজিত ১৭০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে জেতালেন। হায়দরাবাদের মাঠে ১৮টা বাউন্ডারি আর ৭টা ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ২২ বছরের পোড়েলের ইনিংসকে বিস্ফোরক বললেও কম বলা হবে। দিল্লি দলে ইশান্ত শর্মা, নভদীপ সাইনির মত তারকা বোলার থাকা সত্ত্বেও অভিষেককে থামাতে পারলেন না আয়ুষ বাদোনিরা। অভিষেক ঝড়ে ৫১ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা। কদিন আগে আইপিএলের নিলামে ৪ কোটি টাকায় অভিষেক-কে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। চলতি মরসুমে ভাল কিছু করে দেখালে জাতীয় দলের দরজা খুলতে পারে ২২ বছরের বাংলার উইকেটকিপার-ব্য়াটারের।

অভিষেক ঝড়ে দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে বিজয় হাজার ট্রফির অভিযান শুরু করলেন সুদীপ ঘরামি-রা। করণ লাল (৫), সুদীপ ঘরামি (২৩), সুদীপ চ্যাটার্জি (১৫)-রা রান না পেলেও অভিষেক একাই মাতিয়ে দিলেন। ২ উইকেটে ৭৯ রান থাকা অবস্থায় ক্রিজে নেমে অনুষ্টুপ করেন ৩৭ রান। সুমন্ত গুপ্ত ১৩ রানে অপরাজিত থাকেন।

প্রথমে ব্যাট করে সাত নম্বরে নামা অনুজ রাওয়াতের ৬৬ বলে ৭৯ রান ও হেমন্ত সিংয়ের ৬০ রানের ইনিংস বৃথা গেল। বাংলার পেসার মুকেশ কুমার ৬৬ রান দিয়ে ৪ উইকেট নেন। চলতি বছর বিজয় হাজারে ট্রফিতে বাংলার পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার ত্রিপুরার বিরুদ্ধে। গ্রুপ ই-তে বাংলার সঙ্গে আছে বরোদা, দিল্লি, মধ্যপ্রদেশ, বিহার, ও ত্রিপুরা।