মুম্বই পুলিশের জালে দুই মাদক ব্যবসায়ী। সেই সঙ্গে উদ্ধার ১ কোটি ১৫ লক্ষ টাকার বেআইনি মাদক। জানা যাচ্ছে, শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে গোরেগাঁও (Goregaon) এলাকায় তল্লাশি অভিযানে বেরোয় মুম্বই পুলিশে অ্যান্টি-নারকোটিক্স বিভাগের পুলিশ। আর তারপরেই উদ্ধার হয় ২৮৮ গ্রামের হেরোইন। সেই সঙ্গে গ্রেফতার হয় দুই ব্যক্তি। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে মাদক পাচারের জন্যই ওই এলাকায় এসেছিল দুই ব্যক্তি। তবে এই চক্রে আরও অনেক বড় মাথা জড়িত আছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সেই কারণে আটক হওয়া ব্যক্তিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Mumbai Police's Anti-Narcotics Cell seized 288 grams of heroin worth ₹1.15 crore from two drug peddlers in Goregaon. Acting on a tip-off, the police arrested the suspects and initiated an investigation under the NDPS Act to trace the drugs' source and intended recipients: Mumbai… pic.twitter.com/F8xvme30jT
— IANS (@ians_india) December 20, 2024