কয়েকদিন ধরেই হালকা শীতের আমেজ পড়ছিল, আশা করা যাচ্ছিল যে বড়দিনের আগে আবহাওয়ার (Weather) পারদ অনেকটাই নামবে। কিন্তু সমস্ত আশায় জল ঢেলে দিল গভীর নিম্নচাপ। যদিও বৃষ্টির মধ্যেও হালকা ঠাণ্ডার আমেজ কিন্তু রয়েইছে। জানা যাচ্ছে, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তরবঙ্গের কালিম্পং ও দার্জিলিংয়ে শনিবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে আক্ষেপের কোনও কারণ নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, আগামী রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
হাওয়া অফিসের দাবি, আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তবে তারপরের ২ দিন ফের ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। যদিও এরমধ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে থাকবে শুষ্ক আবহাওয়া। তাতে বড়দিনে শীতের আমেজ কতটা থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪.১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৪৩ শতাংশ