দিল্লি, ২৭ জানুয়ারি: 'আমেরিকা ফার্স্ট' বলে যে শপথ ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নিয়েছেন, তা প্রতিপদে পালন করছেন তিনি। এবার সেই ছবি উঠে এল, ট্রাম্প প্রশাসন যখন ব্রাজিলের (Brazil) একাধিক নাগরিককে দেশে পাঠাল। আমেরিকা থেকে যে বিমানে করে ব্রাজিলের একাধিক নাগরিককে দেশে ফেরানো হয়েছে, তাঁদের বেশ কয়েকজনের অবস্থা দেখে সমালোচনার ঝড় উঠেছে। যে অভিবাসীদের ট্রাম্প সরকার দেশে ফিরিয়েছে, তাঁরা যখন বিমান থেকে নামেন, অনেকের হাতে হাতকড়া পরানো ছিল। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। আমেরিকায় থাকা ব্রাজিলের অভিবাসীদের সঙ্গে ট্রাম্প সরকার কেন এই ধরনের অবমাননাকর আচরণ করল, তা নিয়ে প্রশ্ন তুলছে ব্রাজিল।
দেখুন অমানবিকভাবে ব্রাজিলের নাগরিকদের দেশে ফেরায় ট্রাম্প প্রশাসন...
Brazilian citizens land in Brazil on a deportation flight from the USA
They were sent home with their feet bound and their hands handcuffed.
The Brazilian gvmt demanded that hands and foot chains be removed once they reached Brazilian territory.
— BowTiedMara (@BowTiedMara) January 26, 2025
অমানবিক ছবি দেখে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে...
BRAZIL SLAMS HANDCUFFS ON DEPORTEES—TRUMP ADMIN UNMOVED
Brazil called the use of handcuffs on deportees "blatant disrespect," demanding their removal mid-flight during an unexpected landing in Manaus.
The Trump administration, now ramping up mass deportations, sees the… https://t.co/C1DdUEQCIB pic.twitter.com/N0jKCp7yHK
— Mario Nawfal (@MarioNawfal) January 26, 2025
পাশাপাশি ব্রাজিলের আকাশসীমায় বিমান প্রবেশের পরও কেন সে দেশের নাগরিকদের হাত থেকে হাতকড়া খোলা হয়নি, সে বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে জোরদার। পাশাপাশি আমেরিকা থেকে ব্রাজিলে অভিবাসীদের ফেরানোর সময় বিমানে যেমন কোনও খাবার জল ছিল না, তেমনি এসিও চালানো হয়নি বলে খবর আসে।
ডোনাল্ড ট্রাম্পের এই অভিবাসন নীতির জেরে ল্যাতিন আমেরিকার দেশগুলির সঙ্গে চূড়ান্ত মানসিক লড়াই শুরু হয়েছে। ব্রাজিল, গুয়াতেমালা-সহ দক্ষিণ আমেরিকার দেশ থেকে বহু নাগরিক আমেরিকায় থাকতেন। তাঁদের খুঁজে বের করে ট্রাম্প সরকার দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। অবৈধভাবে তাঁরা আমেরিকায় বসবাস করছেন। এই অভিযোগেই দক্ষিণ আমেরিকার দেশগুলি থেকে আমেরিকায় যাওয়া বহু মানুষকে ফেরানো হচ্ছে।