এশিয়া ও আফ্রিকার মূলত উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলিকে নিয়ে গঠিত 'গ্লোবাল সাউথ'। রাষ্ট্রসংঘে গ্লোবাল সাউথ-এর মঞ্চে গর্জে উঠল ভারত। ভারতের স্বরের প্রশংসায় বিশ্বের বেশ কিছু দেশ। দুনিয়া খাদ্য সঙ্কট, শক্তি (Energy)-সারের (Fertilizer) সমস্যার মুখোমুখি হয়েছে। এটা একটা বড় মানবিক সমস্যা। অথচ এই ভয়াবহ সমস্যার মাঝেও অন্য দেশ মানবিক সাহায্য পৌঁছতে গেলে বিশ্বের বহু দেশ তাদের দশের পথকে ব্যবহার করতে দেয় না। ভারতের এর বিরুদ্ধে গর্জে উঠল।
বিশ্ব সঙ্কটে সব দেশ হাতে হাত মিলিয়ে কাজ করুক। বন্ধ হোক রাজনীতি। বিশ্ব খাদ্য সরবরাহ শৃঙ্খল বা গ্লোবাল ফুড চেনকে রাজনীতির বাইরে রাখার আবেদন করল ভারত। সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ভারতের প্রতিনিধি রুচিরা কামবোজ বিশ্ব সমতা, ক্রয়ক্ষমতা, খাদ্য সরবরাহের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। ভারতের সেই বক্তব্যে প্রশংসা পায় বিশ্ব মঞ্চে। আরও পড়ুন-থাইল্যান্ডে ট্রেনের সঙ্গে পিক আপ ট্রাকের সংঘর্ষ, মৃত ৮
বিশ্বের বিভিন্ন জায়গায় এখন কোথাও যুদ্ধ চলছে, বা কোথাও যুদ্ধ পরিস্থিতি। রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। তাইওয়ানকে আক্রমণ করছে চিন। নাইজার, সুদান সহ আফ্রিকার বিভিন্ন দেশে গৃহযুদ্ধ। সিরিয়ায় যুদ্ধ চলছেই। লেবাননে ভয়ানক অশান্তি। বিশ্ব রাজনীতির এই জটিল সময়ে বিশ্ব খাদ্য সরবারহ শৃঙ্খল বড়রকম ধাক্কা খাচ্ছে।