Gaza (Photo Credit: Twitter)

এবার গাজার (Gaza) পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘে (UN) মুখ খুলল ভারত (India)।  গাজায় বিপন্ন মানুষ।  সেখানে মানবিকতার সঙ্কট প্রকট হয়ে উঠছে।  রাষ্ট্রসংঘে এবার এভাবেই নিজের মত প্রকাশ করল ভারত।  শুধু তাই নয়, গাজায় যে মানবিক সঙ্কট চলছে, তা গ্রহণযোগ্য নয় বলেও ভারতের তরফে মন্তব্য করা হয়I পাশাপাশি গাজায় যে মানবিক সঙ্কট চলছে, তা একেবারেই গরহণযোগ্য নয় বলেও ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়।

ভারতের রাষ্ট্রদূত রুচিরা কম্বোজ ৭ অক্টোবর ইজরায়েলে হামাস হামলার চূড়ান্ত নিন্দা করেন। পাশাপাশি  রমজানের সময় যেভাবে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারও প্রশংসা করেন রুচিরা কম্বোজ।

আরও পড়ুন: Israel-Gaza War: হামাস উৎখাতে ফের চলবে রাফায় হামলা, কায়রোতে যুদ্ধ বিরতি আলোচনার মাঝেই ঘোষণা নেতানিয়াহুর

দিনের পর দিন ধরে হামাস জঙ্গিদের জন্য গাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেই প্রসঙ্গও ভারতীয় রাষ্ট্রদূতের মুখে উঠে আসে।  সবকছু মিলিয়ে ইজরায়েলের বন্ধু হয়েও ভারত যেভাবে গাজার সাধারণ মানুষের হয়ে কথা বলে, তা নিয়ে আন্তর্জতিক মহলে চর্চা শুরু হয়েছে।