Benjamin Netanyahu (Photo Credit: Facebook)

দক্ষিণ গাজার (Gaza) রাফায় ফের হামলা চালাবে ইজরায়েল (Israel)। হামাসকে (Hamas) উৎখাত করতেই ফের নতুন করে রাফায় ইজরায়েলি সেনা হানাদারি চালাবে। এমনই জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ইজরােলের সঙ্গে হামাসের যুদ্ধ বিরতি নিয়ে কায়রোতে ক্রমাগত আলোচনা চলছে। কায়রোতে যুদ্ধ বিরতি নিয়ে যখন আলোচনা চলছে, সেই সময় নেতানিয়াহু জানান, হামাসের ঘাঁটি উৎখাত করতে ফের রাফায় হামলা চলবে আইডিএফের। তবে কবে সেই হানাদারি চালানো হবে, সে বিষয়ে কোনও তারিখের উল্লেখ করেননি নেতানিয়াহু। পাশাপাশি হামাস জঙ্গিদের উৎখাত করতে ক্রমাগত কাজ করছে ইজরায়েল। ফলে হামাস নির্মূল করতে যে লক্ষ্মাত্রা স্থির করেছে ইজরায়েল, তা থেকে সরা হবে না বলে স্পষ্ট জানান নেতানিয়াহু।

আরও পড়ুন: Israel-Hamas War: হামাসের সঙ্গে যুদ্ধে ভারত সব সময় পাশে থেকেছে, মোদীকে ধন্যবাদ ইজরায়েলির

প্রসঙ্গত ৭ অক্টোবর ইজরায়েলে হামালর পর, গাজায় পালটা হানাদারি চালায় ইজরায়েল। প্রায় ৬ মাস অতিক্রান্ত ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের। হামা নির্মূল করতে ক্রমাগত গাজার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে ইজরায়েল। যার জেরে গাজায় মানুষ বিপন্ন বলে বিভিন্ন সমালোচনা শুরু হয়েছে প্রায় গোটা বিশ্ব জুড়ে।