গাজায় (Gaza) রাষ্ট্রসংঘের (UN) যে স্কুল রয়েছে, সেখান হামলা চালাল ইজরায়েল (Israel) । গাজায় থাকা রাষ্ট্রসংঘের স্কুলে ইজরায়েলি হামলার জেরে বহু প্রাণ ঝরে পড়েছে। গাজার নুসরতে যে স্কুল রয়েছে, সেখানে সাধারণ মানুষের বেশে ২০ থেকে ৩০ জন জঙ্গি লুকিয়ে। এই দাবিতেই ওই স্কুলে হামলা চালায় আইডিএফ। ইজরায়লের হামলার জেরে পরপর মৃত্যুর খবর পাওয়া গেলে, রাষ্ট্রসংঘের তরফেও বিষয়টির নিন্দা করা হয়। সামরিক লক্ষ্যবস্তু হিসেবে যখন রাষ্ট্রসংঘের স্কুলে হামলা চালানো হয়, তা লজ্জাজনক। ইজরায়েলের নির্লজ্জ এই ব্যবহার আন্তর্জাতিক আইন বিরোধী বলে তীব্র সমালোচনা করা হয় রাষ্ট্রসংঘের তরফে।
দেখুন কী বলল রাষ্ট্রসংঘ...
An @UNRWA school used as a shelter was attacked in Nuseirat, Gaza.
“Attacking, targeting or using UN buildings for military purposes are blatant and disregard of international law” – @UNLazzarini, Commissioner-General, UNRWA
Read more https://t.co/rLSCLaEkwS pic.twitter.com/9b3np4shyI
— UN News (@UN_News_Centre) June 6, 2024