সিংহাসন ত্যাগ করলেন জাপান সম্রাট
জাপানের নতুন রাজা। (credit-Twitter,MOFA Japan)

৭ মে,২০১৯: জাপানের (Japan) ২০০ বছরের ইতিহাসে এই প্রথম। স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করলেন জাপানের সম্রাট আকিহিতো (Akihito)। বয়স হয়েছে ৮৫ বছর। রাজার পদ সাধারণ আমৃত্যু হয়ে থাকে। যদি না কেউ তাঁকে সিংহাসন চ্যুত করেন। কিন্তু আকিহিতো একেবারেই ব্যাতিক্রমী। নিজের সিংহাসন ছাড়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন বার্ধক্যজনিত শারীরিক ও মানসিক অক্ষমতার

মঙ্গলবার রাজপ্রাসাদের স্টেট রুমে ভাবগম্ভীর 'তাইরেই-সেইদেন-নো-জি' অনুষ্ঠানের মাধ্যমে পদত্যাগের সিদ্ধান্তে সিলমোহর পড়ে। নতুন রাজা হচ্ছেন যুবরাজ নারুহিতোর (Naruhito)।

বিদায়ী ভাষণে আকিহিতো বলেন, 'তিরিশ বছর আগে অভিষেক হওয়ার পরে মানুষের জন্য গভীর আস্থা ও শ্রদ্ধা নিয়ে সম্রাট হিসেবে দায়িত্বপালন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। দেশের প্রতীকচিহ্ন হিসেবে আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য দেশবাসীর সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানাই।'

১৯৮৯ সালের ৮ জানুয়ারি বাবা সম্রাট হিরোহিতোর প্রয়াণের পরে জাপানের ১২৫তম সম্রাট আকিহিতোর অভিষেক হয়। সেই সঙ্গেই দেশে শুরু হয় হেইসেই যুগ। গত তিন বছর ধরেই তিনি সিংহাসন ছাড়ার ইচ্ছে প্রকাশ করে আসছিলেন। কিন্তু জাপানের সংবিধানে এই সংক্রান্ত কোনও আইন না থাকায় সংশোধনী প্রস্তাব আনা হয়। নতুন আইন তৈরি হওয়ার পরেই গৃহীত হয় রাজার ইচ্ছে। আকিহিতোর সিংহাসন ত্যাগের সঙ্গে সঙ্গে শুরু হতে চলেছে রেইওয়া যুগের। এবার থেকে আকিহিতোর পরিচয় হবে ‘‌