মুসলিম সঙ্গীর করা হেবিয়াস কর্পাস গো পিটিশন দাখিলের প্রেক্ষিতে ৯ ডিসেম্বর আদালতে হাজির করতে হবে সরকারি মহিলা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া এক হিন্দু মহিলাকে। এমনই নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। ওই হিন্দু মহিলা বর্তমানে চেম্বুরে রয়েছেন। আদালতের তরফে একই দিনে পুরুষ আবেদনকারীকে আদালতে হাজির হওয়ার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। মহিলার অবিলম্বে মুক্তির দাবিতে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। তিনি যুক্তি দিয়েছিলেন যে মহিলাকে আটক করা বেআইনি এবং তার মৌলিক অধিকারের লঙ্ঘন।
বিচারপতি ভারতী ডাংগ্রে এবং মঞ্জুষা দেশপান্ডের একটি বেঞ্চ পুলিশকে নির্দেশ দিয়েছে যে মহিলার বাবা-মায়ের দায়ের করা তোলাবাজির মামলায় ওই ব্যক্তিকে গ্রেফতার না করতে। বেঞ্চ বলেছে, "সোমবার পর্যন্ত তাকে গ্রেফতার করবেন না। আমরা দেখতে চাই কী হয়েছে।" তোলাবাজির মামলায় ওই ব্যক্তির করা আগাম জামিনের আবেদনের শুনানি হবে ৫ ডিসেম্বর দায়রা আদালতে।
জানা গেছে ,বাবা-মা এবং বজরং দল এবং অন্যান্য গোষ্ঠীর সদস্য সহ বেশ কয়েকটি তৃতীয় পক্ষের অভিযোগের পরে সরকারী আশ্রয়ে রাখা হয়েছিল ওই হিন্দু মহিলাকে। পরিবারের লোকেরা মুসলিম পুরুষের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।সেই ভিত্তিতেই আদালত তাঁকে সরকারী আশ্রয় কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
বোম্বে হাইকোর্ট পুলিশকে মুসলিম ব্যক্তির হিন্দু সঙ্গীকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে-
Bombay High Court orders Mumbai police to produce Muslim man's Hindu partner before court
Read details: https://t.co/OApQdk61r1 pic.twitter.com/5B5B5VYIJu
— Bar and Bench (@barandbench) December 4, 2024