মুম্বই, ৩ ডিসেম্বরঃ ২০২৪ সাল প্রায় শেষ হতে চলল। নতুন বছর (New Year 2025) আসতে আর হাতে গোনা কিছু দিনের অপেক্ষা। নতুন বছরে নতুন বাড়িতে যাবেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। মুম্বইয়ের (Mumbai) জুহু এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভাড়ায় নিয়েছেন 'স্ত্রী' (Stree) নায়িকা। ৩,৯২৯ বর্গফুটের ওই অ্যাপার্টমেন্টের জন্যে মাসে মোটা টাকার ভাড়া গুনতে হবে শ্রদ্ধাকে। জানা যাচ্ছে, অভিনেত্রীর ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটির মাসিক ভাড়া ৬ লক্ষ টাকা। একসঙ্গে ১২ মাসের অগ্রিম ভাড়া বাবদ ৭২ লক্ষ টাকা দিয়েছেন শক্তি-কন্যা।
অ্যাপার্টমেন্ট সঙ্গে হাউজিং সোসাইটিতে চারটি গাড়ি পার্কিং স্লটও নিয়েছেন বলি অভিনেত্রী। গত অক্টোবরেই শ্রদ্ধার (Shraddha Kapoor) নতুন বাড়ির চুক্তি সম্পন্ন হয়েছিল। ১৬ অক্টোবর চুক্তিতে সিলমোহর পড়ে। আর তখনই এক হাজার টাকার একটি রেজিস্ট্রেশন এবং ৩৬,০০০ হাজার টাকার স্ট্যাম্প ডিউটি কিনেছিলেন অভিনেত্রী। শ্রদ্ধা কাপুরের নতুন প্রতিবেশী হয়েছেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) এবং স্ত্রী টুইঙ্কেল খান্না (Twinkle Khanna)। নতুন বছরে নতুন ঘরে গৃহপ্রবেশ করতে চলেছে নায়িকা।
তবে চলতি অগাস্ট মাসে খবর ছড়িয়েছিল, জুহুতে অভিনেতা হৃত্বিক রোশনের (Hrithik Roshan) সমুদ্র-মুখী অ্যাপার্টমেন্টেটি পছন্দ হয়েছিল শ্রদ্ধার। ১০০ কোটির ওই অ্যাপার্টমেন্টেটি ভাড়ায় নেবেন তিনি। কিন্তু সেই চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। অবশেষ অভিনেত্রী নিজের জন্যে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন। যদিও এই প্রসঙ্গে নায়িকা এখনও কোন প্রতিক্রিয়া জানাননি।