নয়াদিল্লিঃ বুধ সকালে পঞ্জাবের(Punjab) স্বর্ণমন্দিরে(Amritsar Golden Temple) ভয়ঙ্কর কাণ্ড। শিরোমণি অকালি দলের(Shiromani Akali Dal) প্রধান সুখবীর সিং বাদলকে(Sukhbir Singh Badal) লক্ষ্য করে চলে গুলি। অল্পের জন্য প্রাণে বাঁচেন পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। ইতিমধ্যেই গ্রেফতার আততায়ী। সকালের এই ঘটনার পর স্বর্ণমন্দিরের 'তানখা' অনুষ্ঠানে যোগ দেন তিনি। সকলের সঙ্গে মিলে বাসন ধুতে দেখা যায় তাঁকে। এই মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, বিগত বেশকিছু দিন ধরে স্বর্ণমন্দিরের গেটে রক্ষী হিসেবে কাজ করছিলেন বাদল। ধর্মীয় শাস্তি হিসেবে এই কাজ করছিলেন তিনি। প্রসঙ্গত, ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পঞ্জাবে অকালি দলের শাসনকালে দলের নেতারা যে ‘ভুল’ করেছিলেন, তার শাস্তি হিসাবেই তাঁদের ‘তানখা’র নির্দেশ দিয়েছিল অকাল তখত। সেই ধর্মীয় শাস্তি মেনে এদিনও সেবাইতের পোশাক পরে মন্দিরের গেটে দাঁড়িয়েছিলেন সুখবীর। সেই সময়ই তাঁর উপর হামলা হয়। মাথা নীচু করে নিলে, কানের পাশ দিয়ে বেরিয়ে যায় গুলি। আতঙ্কে এদিক-ওদিক ছুটতে শুরু করেন মন্দিরে উপস্থিত দর্শনার্থীরা। এরপর অকালি দলের সমর্থকদের হাতেই ধরা পড়ে আততায়ী। জানা গিয়েছে, ধৃতের নাম নারায়ণ সিং চৌরা। গুরুদাসপুরের বাসিন্দা সে। তাকে গ্রেফতার করা হয়েছে। যদিও হামলার কারণ এখনও স্পষ্ট নয়। জিজ্ঞাসাবাদ চলছে।
গুলি আতঙ্ক কাটিয়ে স্বর্ণমন্দিরে বিশেষ সেবায় যোগ সুখবীরের, দেখুন ভিডিয়ো
VIDEO | Shiromani Akali Dal leader Sukhbir Singh Badal washes utensils at Golden Temple, Amritsar, as part of the 'tankhah' (religious punishment).
Earlier today, a man opened fire at Sukhbir Singh Badal while he was performing the duty of 'sewadar' outside the Golden Temple.… pic.twitter.com/yQmKKAI9iq
— Press Trust of India (@PTI_News) December 4, 2024
;