কলকাতাঃ জমি(Land) নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ। রক্তের সম্পর্কের ভাইকে(Brother) খুন(Murder) করে জেলে গিয়েছিল মালদার(Malda) মানিকচকের রাসিক্ত মণ্ডল। এরপর জেলেই কেটেছে দীর্ঘ ৩৬ বছর। এখন রাসিক্তের বয়স বেরে দাঁড়িয়েছে ১০৪ বছর। অবশেষে এ বার জেল থেকে ছাড়া পেল সে। আজ, ৪ ডিসেম্বর মালদা সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয় তাকে। জীবনের শেষ সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চায় রাসিক্ত। সঙ্গে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চায় বলেও জানিয়েছে সে। তাই আগামী দিনে নিজের হাতে বাগানে গাছপালা লাগিয়ে তাদের পরিচর্যা করার ইচ্ছে প্রকাশ করেছে সে। এ দিন সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে সে বলে, "নিজেও জানি না ঠিক কতগুলো বছর জেলে কাটালাম। মনে হত এদিনের শেষ নেই। আমি এখন মনেও করতে পারি না কবে এসেছিলাম এখানে।" এখানেই শেষ নয়, শেষে যোগ করেন, "এবার আমার ইচ্ছেগুলোকে প্রাধান্য দেবো। পরিবারের সঙ্গে বাকি সময়টা কাটাতে চাই। পরিবারের কথা খুব মনে পড়ত। ওদের সঙ্গে থাকতে ইচ্ছে করত। অবশেষে সেই সুযোগ এল।"
ভাইকে খুন, ৩৬ বছর পর জেল থেকে ছাড়া পেল ১০৪ বছরের বৃদ্ধ
After 36 Years, 104-Year-Old Man Released From Jail In West Bengalhttps://t.co/rNOQyH8tai pic.twitter.com/J9h894baYI
— NDTV (@ndtv) December 4, 2024