দিল্লি, ৪ ডিসেম্বর: বাংলাদেশে (Bangladesh) যা হচ্ছে, তার বিরুদ্ধে সুর চড়ালেন দিল্লির জামা মসজিদের ইমাম (Jama Masjid Shahi Imam)। সৈয়দ আহমেদ বুখারি বাংলাদেশের তদারকি সরকারের বিরুদ্ধে সুর চড়ান। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর যে অত্যাচার চলছে, কড়া ভাষায় তার নিন্দা করেন বুখারি। বাংলাদেশে সংখ্যালঘু মানুষের উপর যে ধরনের অত্যাচার চলছে, তা অবিলম্বে বন্ধ হোক। ইউনুসের তদারকি সরকার যাতে বাংলাদেশের সংখ্যালঘু মানুষের উপর অত্যাচারের বিষয়টির উপর কড়া নজর দেয় এবং উপযুক্ত পদক্ষেপ করে, সে বিষয়ে আবেদন জানান বুখারি।
ইমাম বলেন, বাংলাদেশ যবে গঠন হয়েছে, তখন থেকে ভারতের সঙ্গে তাদের সুসম্পর্ক। মুজিবুর রহমান থেকে শেখ হাসিনা (Sheikh Hasina), প্রত্যেকে ভারতের (India) সঙ্গে সব সময় সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। বাংলাদেশ, ভারত সব সময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছে বলেও মন্তব্য করেন মুখারি। ফলে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হলেও, সংখ্যালঘুদের উপর যাতে কোনওভাবে অত্যাচার না করা হয়, সেদিকে তদারকি সরকারের নজর রাখা উচিত। বাংলাদেশে যখন প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে, তখনও ভারত সব সময় তাদের পাশে থেকেছে বলেও মন্তব্য করেন ইমাম।
এসবের পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু মানুষের অধিকার সুরক্ষিত করতে রাষ্ট্রসংঘের মাঠে নামা উচিত। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কমিটি এ বিষয়ে পদক্ষেপ করুক বলেও আবেদন করেন ইমাম।