মারণ ঢেউ ভাসিয়ে নিয়ে গেল ২ সাঁতারুকে (Swimmers)। পরপর ২ সাঁতারুকে ভাসিয়ে নিয়ে যায় ভয়াবহ ঢেউ। এবার এমনই একটি ভিডিয়ো সামনে এল হাওয়াইয়ের (Hawaii) ওহু (Oahu) থেকে। যেখানে একসঙ্গে ৩ সাতাঁরুকে সমুদ্রের (Ocean) পাড়ের প্রায় কাছাকাছি দেখা যায়। সমুগ্রের পাড়ের কাছাকাছি থাকলেও, বিশাল আকারের ঢেউ উঠতে শুরু করে হাওয়াইয়ের উত্তরে। হাওয়াইয়ের উত্তর দিকে ওহুতে সেই মারণ ঢেউয়ের কবলে পড়েন ৩ সাঁতারু। প্রথম দুটি ঢেউয়ের ঝাপটায় তাঁদের প্রাণ রক্ষা পেলেও, তৃতীয়টি থেকে ২ জন প্রথমে ফিরতে পারেননি। তৃতীয় ঢেউয়ের মারণ থাবায় ২ তুখোড় সাঁতারু ভেসে যান। তৃতীয়জন কোনওক্রমে নিজের প্রাণ রক্ষা করে ফেরেন। তবে স্থানীয় এবংঅন্য সাঁতারুদের প্রবল চেষ্টার জেরে ওই ২ জনকে প্রাণে বাঁচানো হয়। তবে পাথরের আঘাতে তাঁদের শরীর প্রায় ক্ষতবিক্ষত বলে জানা যাচ্ছে। হাওয়াইয়ের ওহুর এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা কার্যত ভয় এবং আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে।

দেখুন হাওয়াইতে কীভাবে মারণ ঢেউয়ের থাবায় প্রাণ বিপর্যস্ত ৩ সাঁতারুর...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)