Amitabh Bachchan, Abhishek, Aishwarya (Photo Credit: Instagram)

অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকে অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন দানা বাঁধতে শুরু করে জোর কদমে। যা এখনও অব্যাহত। অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ (Abhishek Bachchan-Aishwarya Rai Bacchchan Divorce Rumours) নিয়ে যখন নানা মহলে বিভিন্ন ধরনের জল্পনা চলছে, সেই সময় রেগে গেলেন অমিতাভ বচ্চন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিগ বি রেগে গিয়ে ট্যুইট করলেন। এমনই মনে করছেন নেটিজেনরা। যেখানে অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) চুপ বলে ট্যুইট করতে দেখা যায়। সেই সঙ্গে একটি ইমোজিও শেয়ার করতে দেখা যায় বলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে। অমিতাভের এই ট্যুইট দেখে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন। অমিতাভ এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি। অভিষেক, ঐশ্বর্যও চুপ রয়েছেন বিষয়টি নিয়ে। সম্প্রতি আরাধ্যার জন্মদিনে বচ্চন পরিবারের কাউকে দেখা যায়নি। ঐশ্বর্যই মেয়ের জন্মদিনের সমস্থ ব্যবস্থা করেন। যা নিয়ে জোরদার জল্পনা শুরু হয়ে যায়।

দেখুন অমিতাভ বচ্চন কী ট্যুইট করলেন...