২০২৩ সালে বাংলাদেশে (Bangladesh) ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০০০। এক সংবাদপত্রের খবরে উঠে এসেছে এমনই তথ্য।এই মৃত্যুর ঘটনা আগের বছরের তুলনায় চারগুন বেশি বলে জানা গেছে।
প্রথম নমাসেই ১০১৭ জন মানুষ ডেঙ্গুতে মারা গিয়েছেন বলে জানা গেছে। এবং ২০৯০০০ মানুষ এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন। ২০০০ সালের পর থেকে এটিই সবথেকে বড় রোগভোগের ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে। মৃতদের মধ্যে ১১২ জন শিশু রয়েছে যাদের বয়স ১৫ মধ্যে।
রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে শহরের হাসপাতালগুলিতে জায়গার অভাব দেখা দিয়েছে।ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের(World Health Organisation) তরফে জানানো হয়েছে, মশা থেকে উৎপত্তি হওয়া রোগ যেমন, চিকুনগুনিয়া, ইয়োলো ফিভার, জিকার মতন রোগ খুব দ্রতই ছড়িয়ে পড়ছে।
এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কোন ভ্যাকসিন বা ওযুধ তৈরী হয়নি যা ডেঙ্গু রোগ নির্মূল করতে পারে। জুন থেকে সেপ্টেমবর মাসে এই বৃষ্টিপাতের সময়টুকু এই রোগের প্রাদুর্ভাব সবথেকে বেশি দেখা দেয় দক্ষিণ এশিয়াতে।রোগের এই ধরনের বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় বাংলাদেশ সরকার।
Bangladesh dengue outbreak: Death toll crosses 1000
Read @ANI Story | https://t.co/mwQc90bJHE#Bangladesh #Dengue #DengueOutbreak pic.twitter.com/2XJOPsf0pJ
— ANI Digital (@ani_digital) October 3, 2023