Mob Lyinching Photo Credit: Twitter@ians_india

ক্লাবের মধ্যে বসত মদ-জুয়া-সাট্টার আসর। স্থানীয় বাসিন্দারা এই নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিল। কিন্তু কখনই এই নিয়ে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণেই এই নিয়ে সরাসরি অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন স্থানীয় এক যুবক। আর সেই কারণেই তাঁর ওপর হামলা চালাল সমাজবিরোধীরা। কার্যত বন্দুকের বাট দিয়ে ফাটিয়ে দেওয়া হয় প্রতিবাদী যুবকের মাথা। শনিবার ঘটনাটি ঘটেছে হালিশহরের (Halishahar) চার নম্বর ওয়ার্ডের বারুইপাড়া এলাকায় নবজীবন ক্লাব চত্বরে।

জানা যাচ্ছে, সুরজিৎ ঘোষ ওরফে বুম্বা নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে। এলাকাবাসীদের অভিযোগ, তাঁর মদতেই ক্লাবে বসত জুয়া-সাট্টার আসর। এই নিয়ে স্থানীয় প্রশাসনকে বারংবার নালিশ করা হয়েছিল। তারপরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।।

এই নিয়ে সম্প্রতি প্রতিবাদ শুরু করে শুভম দাস নামে এক যুবক। সেই কারণেই শনিবার তাঁর ওপর চড়াও হয় বুম্বার ঘনিষ্ঠরা। তাঁকে ব্যাপক মারধর করা হয়। এমনকী বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়েও দেওয়া হয়। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে থানায় গিয়ে অভিযোগ জানালে শুরু হয় তদন্ত। এরপর স্থানীয় বাসিন্দারাই ক্লাবে তালা ঝুলিয়ে দেয়।