ঢাকা, ১৮ জানুয়ারি: জাতীয় কিশোর-কিশোরী স্বাস্থ্য সম্মেলনে চালু হওয়া দুটি অনলাইন পোর্টালের মাধ্যমে বাংলাদেশের লাখ লাখ কিশোর-কিশোরী স্বাস্থ্য তথ্য ও সেবা পেতে পারবে। মঙ্গলবার দ্য অ্যাডোলেসেন্ট হেলথ ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন (The Adolescent Health Website and Mobile Application), রাষ্ট্রসংঘের শিশু তহবিল ইউনিসেফ (UNICEF) এবং ঢাকায় সুইডেন দূতাবাসের সহায়তায় বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এটি চালু করে। কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও সেবার সহজলভ্যতা নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধিই এর মূল লক্ষ্য। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক (Zahid Maleque) বলেন, এই প্ল্যাটফর্মগুলো বাংলাদেশের কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা জোরদারে সরকারের প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। কিশোর-কিশোরীরা পরিবর্তনের শক্তিশালী এজেন্ট হতে পারে এবং তাদের ক্ষমতায়ন এবং তাদের বয়সভিত্তিক চাহিদা পূরণের জন্য যথাসাধ্য সাহায্য করবে এই ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ। World’s Oldest Person Died: প্রয়াত বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, ১১৮ বছরে জীবনাবসান
ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে কিশোর-কিশোরীরা, যারা দেশের জনসংখ্যা ৩ কোটি ৬০ লাখেরও বেশি, তাদের বিকাশ ও সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় তথ্য ও স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সামাজিক বাধার সম্মুখীন হতে হয়। এতে আরও বলা হয়, মানসিক স্বাস্থ্য ও মানসিক অসুস্থতা সম্পর্কে কম সচেতনতা রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, 'যৌন ও প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়ের জন্য নির্ভরযোগ্য তথ্য ও গুরুত্বপূর্ণ সেবা খোঁজা ও খুঁজে বের করা চ্যালেঞ্জিং। অ্যাপটি তাদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য দেয় যা তারা বাবা-মা, সহকর্মী বা স্বাস্থ্য পেশাদারদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারে না। বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে শিক্ষামূলক এবং লিঙ্গ-অভিযোজিত গাইড এবং যৌন এবং প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কিত কোর্স, পুষ্টি যার ফলে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে, তার পাশাপাশি কিশোর-কিশোরীবান্ধব স্বাস্থ্য সেবা কীভাবে ও কোথায় পাওয়া যাবে সে বিষয়ে তথ্য রয়েছে।