ওয়াশিংটন: ফিয়াট (Fiat) কিংবা জিপের (Jeep) সঙ্গে সারা বিশ্বের মানুষের পরিচয় আজ থেকে নয়। দীর্ঘদিন ধরেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফিয়াট বা জিপের সওয়ারি হয়েছেন বহু মানুষ। আর নতুন আসা ডজের (Dodge) প্রেমে মাতোয়ারা হয়েছে আজকের প্রজন্ম। এবার এই গাড়িগুলির সৃষ্টিকর্তা সারা বিশ্বে অটোমোবাইল জায়ান্ট হিসেবে পরিচিত স্টেলানটিস (Stellantis) ছাঁটাই (layoff) করতে চলেছে ১২০০ জন কর্মীকে। পাশাপাশি বন্ধ (shut) করতে চলেছে আমেরিকায় থাকা তাদের অন্যতম বৃহৎ একটি জিপ কারখানাও (a key Jeep Cherokee plant)।
সূ্ত্রের খবর, কর্মী ছাঁটাই ও জিপ কারখানা বন্ধের কাজটি আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই করতে চলেছে বিশ্বখ্যাত অটোমোবাইল জায়ান্ট স্টেলানটিস। মূলত ইলেকট্রিক বা বৈদ্যুতিক গাড়ি (electric vehicles) তৈরির দিকে মূলধন বিনিয়োগ (invest) আরও বাড়ানোর লক্ষ্যেই (focuses) তারা এই পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই এবার বৈদ্যুতিক গাড়ি খাতে ৩ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে ফিয়াট, জিপ ও ডজের মতো বিখ্যাত ব্র্যান্ডের আবিষ্কর্তারা। ২০২৫ সাল শেষ হওয়ার আগেই পোর্টফোলিও সম্প্রসারণের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন আরও বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। তাদের লক্ষ্য হল, চার বছরের মধ্যে ইউরোপে ৭০ ও আমেরিকায় ৪০ শতাংশ পুরোপুরি বৈদ্যুতিক বা প্লাগ ইন হাইব্রিড গাড়ি বিক্রি করা।
বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের ক্ষেত্রে স্টেলানটিস যে লক্ষ্যমাত্রা নিয়েছে তা এখনও পর্যন্ত কোনও অটোমোবাইল জায়ান্ট নিতে পারেনি। আসলে এদের নতুন আকর্ষণ হল পুরোপুরি বিদ্যুতের মাধ্যমে চালিত ডজ ব্র্যান্ড। ২০২৪ সালের মধ্যেই এটি বাজারে আসবে বলে খবর পাওয়া যাচ্ছে। কোম্পানির তরফে আপাতত এক ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। তাতে ডজের চেহারা কেমন হবে তার একটি ধারণা দেওয়া হয়েছে। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, নতুন মডেলের এই বৈদ্যুতিক গাড়িটি হবে রেট্রো স্টাইলবিশিষ্ট। দেখতে অনেকটা বর্তমানের ডজ চ্যালেঞ্জারের মতো।
Stellantis, the automaker behind Fiat, Jeep and Dodge has announced to #layoff 1,200 workers and shut a key Jeep Cherokee plant in the US in February, as it focuses on investing more in #electricvehicles (EVs). pic.twitter.com/it401IjcuL
— IANS (@ians_india) December 10, 2022