CCTV. (Photo Credits: Twitter)

গোপনীয়তা ফাঁস হওয়ার আশঙ্কায় এবার চিনা ক্লোজ সার্কিট ক্যামেরার ওপর নিষেধাজ্ঞা জারি করল অস্ট্রেলিয়া। এর আগে চিনা ক্যামেরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা, ব্রিটেন-ও। অস্ট্রেলিয়ার কোনও রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধিদের অফিসে চিনের তৈরি ক্যামেরা, বা সিসিটিভি আর ব্যবহার করা যাবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি ক্যাঙারুর দেশে এবার থেকে আর কোনও সরকারী অফিস, স্পর্শকাতর জায়গায়, সেনা সুরক্ষিত এলাকাতেও ব্যবহার করা যাবে না চিনে তৈরি হওয়া সিসি ক্যামেরা।

চিনের সিসি ক্যামেরার মাধ্যমে নেতাদের গোপন আলাপচারিতা থেকে দেশের গোপন কথা বাইরে ফাঁস হওয়ার আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিল ক্যাঙারুর দেশের সরকার। আরও পড়ুন- বিবিসি-র দিল্লি, মুম্বইয়ের অফিসে আয়কর হানা 

দেখুন টুইট

চিনের সিসি ক্যামেরাগুলো অ্যাপভিত্তিক হয়। আর ডেভেলপরার সেইসব অ্যাপ থেকে যাবতীয় তথ্য, ভিডিয়ো বের করে ফেলতে পারেন। চিনের ওপর পুরোপুরি অবিশ্বাস আর আশঙ্কাপ্রকাশ করেই এর আগে আমেরিকা যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন ড্রাগনের দেশের সিসি ক্য়ামেরা নেতাদের অফিসে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।