China Village, Representational Image (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৮ ফেব্রুয়ারি: শেষ পর্যন্ত ধরা পড়ে গেল চিনের (China) কারসাজি। মিথ্যে কথা বলে পর্যটকদের গ্রামে টেনেও শেষ পর্যন্ত লাভ আর হল না। শুনতে অবাক লাগছে? তাহলে মন দিয়ে চিনের সিচুয়ান প্রদেশের চেংডু নামে একটি গ্রামের গল্প শুনুন। যেখানে প্রত্যেকবার শীতের সময় বরফ পড়ে। সাদা বরফে (Snow) ঢেকে যায় গোটা এলাকা। দিন থকে রাত কিংবা ভোর, পেজা তুলোর মত বরফে গোটা গ্রাম ঢাকতে শুরু করে। কিন্তু এবার সেই গ্রামে কার্যত বরফের দেখা নেই। বিশ্ব উষ্ণায়নের জেরে সিচুয়ান প্রদেশের চেংডু নামের ওই গ্রামে এবার বরফ পড়েনি। ফলে পর্যটকদেরও দেখা মেলা ভার। পর্যটন যেখানে গ্রামের মানুষের রুজি রুটি, সেখানে বরফ না থাকায়, মানুষ যাওয়া বন্ধ করেন। এরপরই বুদ্ধি আঁটে চিন।

নকল বাধাকপি, নকল ডিম তৈরির মত চিন নকল বরফে ঢেকে দেয় গোটা গ্রাম। তুলো, সাদা সাবানের ফেনা, সাদা উলের মত একাধিক জিনিসপত্র ব্যবহার করে,গোটা গ্রাম ঢেকে দেওয়া হয় বরফ পড়ার আদলে। যা দেখে বহু পর্যটক সেখানে ভিড় জমাতে শুরু করেন। যদিও অচিরেই ভেঙে পড়ে সেই মিথ্যের পাঁচিল। সিচুয়ান প্রদেশের ওই গ্রামে বরফ তো পড়েইনি, উলটে পর্যটকদের ঠকানো হয় বলে অভিযোগ উঠতে শুরু করে। এরপরই সিচুয়ান প্রদেশের চেংডু গ্রাম ছেড়ে মানুষ চলে যেতে শুরু করেন। পাশাপাশি গ্রামের মানুষের উপর রাগ, ক্ষোভ উগরে দিতে শুরু করেন অনেকে।

চিনের চেংডু গ্রামের কীর্তির কথা ছড়িয়ে পড়ে প্রায় গোটা বিশ্বে। ফলে চেংডু গ্রামকে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয়। কেন সেখানকার মানুষজন এই কাজ করলেন,তা নিয়ে ওটে বহু প্রশ্ন।