পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ সকালে জাতীয় রাজধানীর বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হয়েছে। এর ফলে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কমে হয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস।ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, আজ ভোর সাড়ে ৫টা পর্যন্ত পালামে ২৩ মিলিমিটার এবং সফদরজংয়ে ৩০.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আজ সকালেই মরসুমের প্রথম তুষারপাত লক্ষ্য করা যায় জম্মু ও কাশ্মীর অঞ্চলে।
জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। বিকালের দিকে আজ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া পঞ্জাব, হরিয়ানা,চণ্ডীগড়, দিল্লিতে বইতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আইএমডি।
এদিকে, উত্তরাখণ্ডের গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চলে নতুন করে তুষারপাতের খবর এসেছে। রাজধানী দেরাদুন-সহ রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে।উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, পিথোরাগড় ও বাগেশ্বরে আগামী ১২ ঘণ্টায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম বিভাগ।