জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) জুড়ে তুষারপাত শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে জম্মু কাশ্মীরের শ্রীনগর-সহ একাধিক এলাকায় অতি ভারি তুষারপাত শুরু হয়েছে। ফলে জম্মু কাশ্মীরে জারি করা হয়েছে সতর্কতা। উপত্যকায় যে কোনও সময় তুষার ধস নামতে পারে বলে সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। শ্রীনগর, রাজৌরি-সহ একাধিক এলাকায় এক নাগাড়ে তুষারপাত শুরু হয়েছে জম্মু কাশ্মীর জুড়়ে। ফলে আবহাওয়া দফতরের তরফে আরও কড়া শীতের পাশাপাশি তুষার ধসের সতর্কতা জারি করা হয়েছে।
দেখুন শ্রীনগরের ভিডিয়ো...
#WATCH | Himachal Pradesh: Lahaul Spiti covered in a sheet of snow, as the area receives fresh snowfall. pic.twitter.com/fEivRoz7H0
— ANI (@ANI) February 5, 2024
দেখুন রাজৌরির ভিডিয়ো...
#WATCH | J&K: Tourists enjoy snowfall as parts of Rajouri receive fresh snowfall. pic.twitter.com/4mWODOl0gV
— ANI (@ANI) February 5, 2024
জম্মু কাশ্মীরের পাশাপাশি হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ড, সিকিমের বিভিন্ন এলাকাতেও শুরু হয়েছে তুষারপাত। ফলে আবহাওয়া দফতরের তরফে ওই সব এলাকাতেও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। হিমাচল প্রদেশের লাহুল স্পীতি ঢেকে গিয়েছে মোটা বরফের আস্তরনে।
দেখুন হিমাচল প্রদেশের ভিডিয়ো...
#WATCH | Himachal Pradesh: Lahaul Spiti covered in a sheet of snow, as the area receives fresh snowfall. pic.twitter.com/fEivRoz7H0
— ANI (@ANI) February 5, 2024